আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে বরগুনার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২০১৮ সালে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় একটি মামলা করেন তার স্ত্রী মোছা. আজীবুন নাহার লিনা। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে মো. দেলোয়ার হোসেনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের আগ থেকেই পলাতক ছিলেন মো. দেলোয়ার হোসেন। পরে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, যৌতুক মামলায় দণ্ডপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে আজই কারাগারে পাঠানো হবে। তিনি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা।