ফেনীতে মাদক মামলায় এক নারীকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (১০ জানুয়ারি) ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনস্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে এ.পি.পি সৈয়দ আবুল হোসেন ও আসামীপক্ষে এডভোকেট আবুল মনসুর রানা মামলা পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম মোছা. হালিমা বেগম (৪৬)। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন ৩নং কান্দিরপাড় ইউনিয়নের ইরুবাইন প্রকাশ হাজী বাইন সাকিনের বাসিন্দা মো. আমির হোসেনের স্ত্রী।
আদেশের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের স্টেনোটাইপিষ্ট কাম কম্পিউটার অপারেটর রেজাউল করিম মজুমদার ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত আসামীকে সাজা পরোয়ানামূলে ফেনী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আদালতসূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে বীকন কলেজ গেইট সংলগ্ন ইমাম মার্কেটের সামনে ফেনী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক যানবাহন তল্লাশিকালে গ্রামবাংলা বাস থেকে আসামিকে আটক করা হয়।
এ সময় আসামির হাতে থাকা একটি লাল রংয়ের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন এ.এস.আই মো. আব্দুল মতিন।
আদালতসূত্রে আরো জানা যায়, পরে এস.আই মো. হারুনুর রশিদ একই বছরের ২১ অক্টোবর এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে ০৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
এছাড়া আসামীর পিসিপিআর এ চট্টগ্রামে বিচারাধীন ২টি মামলার তথ্যও রয়েছে।