বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

পিকে হালদার ইস্যুতে একাত্তর টিভির লিখিত ব্যাখ্যা তলব

প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সংবাদ ও টক শো প্রচারের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন মোহাম্মদ খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক।

এর আগে, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও প্রাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শো’র ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করে একাত্তর টিলিভিশন।

এদিন আবার শুনানি নিয়ে পিকে হালদারের সংবাদ ও টক শো প্রচারের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য একাত্তর টিভি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিক জানান, আগামী ১৭ জানুয়ারি এ বিষয়ে পরর্বতী শুনানির দিন ঠিক করেছেন আদালত।