বরিশালে পুলিশের হাতে আটকের পর শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজার মৃত্যুর ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
আজ রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরের সদর রোডে আইনজীবী রেজাউলের স্বজনরা ও এলাকাবাসীর উপস্থিতির পাশাপাশি বাসদ এবং গণসংহতি আন্দোলনের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, এসআই মহিউদ্দিন সাগরদী এলাকার শের-ই-বাংলা সড়কের পাশে অলিশান বাড়ি করেছে। এলাকায় তার চলাফেরা ছিল বেপরোয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেনি।
তাদের দাবি, রেজাউলকে ধরে নিয়ে নির্যাতনকারী এসআই মহিউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করা হোক। একইসঙ্গে এসআই মহিউদ্দিনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলকে নগরীর হামিদ খান সড়ক এলাকা থেকে আটক করে নিয়ে যান এসআই মহিউদ্দিন।
পরদিন ৩০ ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় কারা হাসপাতালে রেজাউল অসুস্থ হলে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে রেজাউলের মৃত্যু হয়।