ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে। বাকি ৫টি পদে জয়লাভ করেছেন ২০ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সমাজকল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী রাশেদ মিয়া হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সেদিন রাতেই ভোট গণনা শেষে নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা সঞ্জিব কুমার ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৫৪৫ জন ভোটারের মধ্যে ৫২৪ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট শফিউল আলম লিটন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২২৯ ভোট।
সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোখলেছুর রহমান ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ আহম্মদ পেয়েছেন ২০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন ১৪৯ ভোট।
সম্পাদক প্রশাসন পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আক্কাস আলী পেয়েছেন ১৯৮ ভোট।
সম্পাদক লাইব্রেরি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক বাবর পেয়েছেন ২২৭ ভোট।
সম্পাদক অডিটর পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল পেয়েছেন ২০৭ ভোট।
এছাড়া সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী কিশোর ৩৪৩ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ খান ৩৩১ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সামি ৩২৫ ভোট ও অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।