অবকাশে হাইকোর্টে দুই ধাপে ১৪ বেঞ্চে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ

দেশের সর্বোচ্চ আদালতে নতুন রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি বাংলাদেশের প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

তবে প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান তৎকালীন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর। এতদিন তিনিই এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।