দেশের বিচার বিভাগের নানাবিধ তথ্য প্রদান প্রক্রিয়া ও সেবাসমূহকে ডিজিটাল সেবায় রূপান্তরের কার্যক্রমের ধারাবাহিকতায় অধস্তন আদালতের অনলাইন কজলিস্টের পরিচালনা তথা এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য (Feature) সমূহের সাথে পরিচিতি এবং এর ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করতে বিচারিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
আজ রোববার (১৩ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে এ সংক্রান্ত জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনলাইনে দিনব্যাপী আয়োজিত ‘Training of Trainers (TOT)’ কোর্সে অংশগ্রহণের জন্য ৩৪২ বিচারিক কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১৬টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।