আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আরো ২৩৬ জন প্রার্থী।
আজ রোববার (১২ জুন) আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল-উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
এর আগে গত ৩১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর গত ২৮ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় ২ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৩৭৫ জনের ফল।
তৃতীয় পরীক্ষকের নিরীক্ষা শেষে এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে আজ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষা দেবেন। সে পরীক্ষায় উত্তীর্ণরা হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উত্তীর্ণদের তালিকা দেখতে লিংক ক্লিক করুন।