দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নবনির্মিত ‘বিজয়-৭১’ ভবনের সাথে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংযোগ স্থাপনের জন্য গ্যাংওয়ে নির্মাণ ও নতুন ভবন ব্যবহারের সুবিধার্থে ২টি অত্যাধুনিক লিফট স্থাপনের অনুরোধ জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।
সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল বরাবর প্রেরিত এক চিঠিতে এ অনুরোধ জানান সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল।
এতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে বিজয়-৭১ ভবনে আইনজীবীদের যাতায়াতের সুবিধার্থে সংযোগ স্থাপনকারী গ্যাংওয়ে নির্মাণ করা অতীব জরুরি। এছাড়া বর্তমানে বিদ্যমান লিফট ব্যবহার করে বিজয়-৭১ ভবনের বিভিন্ন কোর্টে আইনজীবীদের যাতায়াত কষ্টসাধ্য। তাই আইনজীবীদের বিজয়-৭১ ভবন ব্যবহারের সুবিধার্থে ১৬ জন ধারন ক্ষমতাসম্পন্ন ২টি অত্যাধুনিক লিফট স্থাপন করা আবশ্যক।
চিঠিতে আরো বলা হয়, বর্তমানে এনেক্স ভবন থেকে বিজয়-৭১ ভবনে যাতায়াতের জন্য বিদ্যমান লোহার সিঁড়িটির ব্যবহার ঝুঁকিপুর্ণ, তাই যাতায়াতের এই স্থানে নিরাপদ ও ব্যবহারের জন্য উপযোগী একটি সিঁড়ি স্থাপন করা আবশ্যক।
এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।