অধস্তন আদালতে কর্মরত চারজন বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে বুধবার (৩১ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশে উপসচিব শেখ গোলাম মাহবুব সই করা প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজশাহীর জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানকে বদলি করে ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। আর সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমকে বদলি করে রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে বদলি করে কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে। আর খুলনা প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য জেলা জজ শেখ আব্দুল আহাদকে বদলি করে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয়েছে।
উল্লেখিত বিচারকদের আগামী ৪ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।