খাবারের প্রলোভন দেখিয়ে ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামির নাম হাফিজুর রহমান। হাফিজুর মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী একটি মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হাফিজুর তাকে খাবারের প্রলোভন দেখিয়ে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।
এরপর শিশুটিকে কাউকে কিছু না জানাতে ভয়ভীতি দেখায় সে। কিন্তু মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সবইকে জানালে ওই দিনই তার বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে মহেশপুর থানার এসআই আল মাসুদ মিয়া হাফিজুরের বিরুদ্ধে একই বছরের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। মামলার সকল বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।