এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারী আইনজীবী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
প্রয়াত আইনজীবীর নাম নাজমা নাজ। অ্যাডভোকেট নাজমা নাজ ঢাকা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৭৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৯৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৯ হাজার ৬৪৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এদিকে গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।