আগামীকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বসবেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত আপীল বিভাগের কার্যতালিকায় বিচারপতিদের নামের তালিকায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নাম রয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নামের পরই বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নাম রয়েছে।
জানা যায়, বিচারপতি মোহাম্মদ ইমান আলী ৩১ ডিসেম্বর অবসরে যাবেন। ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হবে। ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন উপলক্ষে আদালতে ছুটি থাকবে। সে হিসেবে আগামীকাল তার শেষ কর্মদিবস। শেষ কর্মদিবসে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
গত ৮ মে বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ড যান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।
গত ২৮ মার্চ ১৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আবেদনে লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের কাছে ছুটিকালীন সময় কাটানোর কথা উল্লেখ করেন। আবেদনের পর তার ছুটি মঞ্জুর করা হয়।
২০২১ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। এর পরদিন ৩১ ডিসেম্বর থেকে ছুটিতে যান জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তার সে ছুটি ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই নতুন ছুটির দরখাস্ত করেন তিনি। এরপর আর তিনি আপিল বিভাগে বসেননি।