আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১০টায় আইন ও ভূমি প্রশাসন অনুষদে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ফলপ্রসূ পাঠ্যক্রম চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
এ বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছ ও জিএসটি গুচ্ছ উভয় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একই সময়ে এ ওরিয়েন্টেশন স্ব-স্ব অনুষদে হবে।
আরও পড়ুন : পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২য় ব্যাচের বিদায় সংবর্ধনা
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন : পবিপ্রবিতে সংঘর্ষ: অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা