আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২৯ আগস্ট

প্রধান বিচারপতিকে দেয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ আগামী ২৯ আগস্ট।

আজ রোববার (২৮ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে উপস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদলের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী ওয়াজিউল্লাহ।

আরও পড়ুন: আইনজীবী মহসীন ও সাংবাদিক কনকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়: সুপ্রিম কোর্ট

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবী একটি চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর পাঠান। ওই চিঠিটি পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়।

পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন।

এরপর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিলেও পরবর্তীতে নি:শর্ত ক্ষমা চান দুই আইনজীবী। একপর্যায়ে গত ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোন মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।