মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের’কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
গত ২৮ নভেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর উপসচিব (প্রশাসন-২) এস.এম এরশাদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ আবু তাহেরকে সচিব পদে পদায়ন করা হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রজ্ঞাপন জারী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
শেখ আবু তাহের বরিশালের জেলা ও দায়রা জজ থাকাবস্থায় গত ৬ অক্টোবর তাঁকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। গত ৯ অক্টোবর অতিরিক্ত সচিব শেখ আবু তাহের’কে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।