খুলনায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৮ আইনজীবী কারাগারে
মহানগর দায়রা জজ আদালত, খুলনা

খুলনায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৮ আইনজীবী কারাগারে

খুলনায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ৮ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার রবিবার (১২ জানুয়ারি) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট আল আমিন উকিল, অ্যাডভোকেট সোহেল পারভেজ, অ্যাডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস, অ্যাডভোকেট তমাল কান্তি ঘোষ, অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান টুটুল ও অ্যাডভোকেট মেহেদী হাসান।

এ ছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু ও অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি এ মামলায় পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মামলার এজাহারে উল্লেখ করা হয় হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ৪ আগস্ট একটি মিছিল বের হয়। মিছিলটি স্টেডিয়ামের কাছে পৌঁছালে আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ আইনজীবী নামধারী আওয়ামী লীগ ও যুবলীগ সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে এবং হকিস্টিক দিয়ে হামলা চালায়।’

‘একপর্যায়ে আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও আনিসুর রহমান পপলু তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। তাদের ভয়ে অন্যান্য আইনজীবীরা পালিয়ে প্রাণ রক্ষা করে।’