সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা খান নীলাকে ব্যাংক এশিয়া পিএলসির স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
অ্যাডভোকেট ফারজানা খান বলেন, ব্যাংক এশিয়ার বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংক তাকে এ পদে নিয়োগ দেওয়ার পর ১৬ জানুয়ারি তিনি স্বাধীন পরিচালক হিসেবে ব্যাংকে যোগদান করেন।
ফারজানা খান ১৬ বছর যাবত সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা করে আসছেন। তিনি কোম্পানি আইন, কর্পোরেট এবং রাজস্ব-সম্পর্কিত মামলায় সুনাম অর্জন করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক সালিশ এবং মধ্যস্থতা মোকাবিলায় তার অভিজ্ঞতা রয়েছে। তার সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম দেশের একজন সুনামধন্য আইনজীবী।
এর আগে ফারজানা খান ১০ বছর দুটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন।
তিনি ১৯৭৯ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। ফারজানা খানের শৈশব ও কৈশোর কেটেছে সিলেটে। তার বাবা একজন ব্যবসায়ী, মা একজন গৃহিণী। দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি বড়। ফারজানা সিলেটের ব্লু-বার্ড হাইস্কুল থেকে এসএসসি এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর একটি নামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ও আইন বিষয়ে ডিগ্রী লাভ করেন।