চাঁদপুর বারে বিএনপি সমর্থিত পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

চাঁদপুর বারে বিএনপি সমর্থিত পুরো প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। এতে সমমনা প্যানেলের বাবর বেপারী-জসিম মেহেদী-আতিক প্যানেলের ১৫ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম উপস্থিত আইনজীবীদের সামনে গত রোববার (১৯ জানুয়ারি) নির্বাচিত কমিটি এ ঘোষণা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আখন্দ ও সহকারী নির্বাচন কমিশনার ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম।

নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার ছিল আপত্তি দাখিল ও আপত্তি শুনানি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার দাখিলকৃত সমমনা প্যানেলের প্রার্থীদেরকে জয়ী বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম বলেন, ১৬ তারিখে মনোনয়নপত্র দাখিল করার দিন ধার্য ছিল। ওই দিন পর্যন্ত মনোনয়ন ফরম একটি প্যানেল দাখিল করেছে। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ছিল- যেহেতু একটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে এবং তারা প্রত্যাহারও করেননি, তাই সঙ্গত কারণেই এ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়েছে।

তিনি জানান, আগামী ২৩ জানুয়ারি জয়ী প্যানেলের কাছে দায়িত্বভার হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) বিদ্যমান পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁদপুর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ জহিরুল ইসলাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ফরিদ আহাম্মদ মিয়া (রিপন), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান), যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আতিকুর রহমান, সম্পাদক ফরমস পদে অ্যাডভোকেট মো. কামাল হোসেন, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাডভোকেট আবদুল কাদের খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডভোকেট মো. কামাল হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডভোকেট মো. সানজিদ হাসান (সনি), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডভোকেট মহিউদ্দিন ফাহাদ, সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান, অ্যাডভোকেট তানজীর আহমেদ (মামুন), অ্যাডভোকেট আবদুল কাদের জিলানী (মিল্টন)।