ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অব সাবঅর্ডিনেট কোর্টস), ২০০৯ এর প্রয়োজনীয় সংশোধনী করতে সারা দেশে কর্মরত অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের মতামত চেয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা সইকৃত জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, বিচার ব্যবস্থার উন্নয়ন ও সময়োপযোগী কার্যক্রম নিশ্চিত করতে প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের অনুমোদনক্রমে তিন সদস্যের একটি জাজেজ কমিটি গঠন করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটির দুজন সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. আতাবুল্লাহ।
ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অব সাবঅর্ডিনেট কোর্টস), ২০০৯ এর প্রয়োজনীয় ও যুগোপযোগী সংশোধনী করতে সুপারিশ প্রণয়নে সারা দেশে কর্মরত অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এপ্রেক্ষিতে জেলা পর্যায়ে জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকায় মহানগর দায়রা জজ কর্তৃক জেলায়/মহানগরে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনা/মতবিনিময়পূর্বক ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অব সাবঅর্ডিনেট কোর্টস), ২০০৯ এর প্রয়োজনীয় ও যুগোপযোগী সংশোধনীর মতামত লিখিত আকারে আগামী ২২ মে এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে হার্ড কপি অথবা ইমেইলে (atticklaw@gmail.com) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৬-১৮৫৫৮৩) সফট কপি পাঠাতে বলা হয়েছে।
অপরদিকে, দেশের সব জেলা আইনজীবী সমিতির সভাপতি কর্তৃক সংশ্লিষ্ট সমিতির সুল সদস্যের সাথে আলোচনা/মতবিনিময়পূর্বক ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস (প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অব সাবঅর্ডিনেট কোর্টস), ২০০৯ এর প্রয়োজনীয় ও যুগোপযোগী সংশোধনীর মতামত লিখিত আকারে আগামী ২২ মে এর মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে হার্ড কপি অথবা ইমেইলে (atticklaw@gmail.com) অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৬-১৮৫৫৮৩) সফট কপি পাঠাতে বলা হয়েছে।