সারা দেশে সেনা মোতায়েনে সিইসিকে লিগ্যাল নোটিশ
লিগ্যাল নোটিশ

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতার অভিযোগ, ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। টুর্নামেন্টে অশ্লীলতার অভিযোগ তুলে কয়েকজন নির্মাতা ও অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন বুধবার (১৪ মে) এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন: সিসিএল-২০২৫–এর মেন্টর ও আয়োজক নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অংশগ্রহণকারী অভিনেত্রী ও মডেল মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

লিগ্যাল নোটিশে বলা হয়, “বাংলাদেশের জনগণ ক্রিকেটপ্রেমী। জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া লিগ পর্যন্ত সব ধরনের ক্রিকেট ম্যাচ পরিবারের সবাই মিলে উপভোগ করে। এই আবেগকে পুঁজি করে কিছু মডেল ও অভিনেত্রী সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীল পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন।”

নোটিশে আরও বলা হয়, “মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা যথাযথ খেলার পোশাক না পরে ছোট ছোট ড্রেস ও অশালীন অঙ্গভঙ্গিতে অংশ নিয়েছেন, যা শিশু থেকে শুরু করে সকল বয়সী দর্শকের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।”

আইনজীবী জাকির হোসেন বলেন, “অভিনেত্রী মারুফা আক্তার জামান এক সাক্ষাৎকারে বলেন, ‘ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো?’—এটি স্পষ্টতই অশ্লীলতা ছড়ানোর মানসিকতার বহিঃপ্রকাশ।”

নোটিশে নির্মাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, খেলোয়াড়দের শালীন পোশাক পরিধানের নির্দেশনা দিতে এবং ভবিষ্যতে এমন আয়োজন থেকে অশ্লীলতা দূর রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। একইসঙ্গে সংশ্লিষ্ট অভিনেত্রীদেরও ড্রেস কোড শালীন রাখার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে এই অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। টুর্নামেন্টটির সমাপ্তি ঘটে ১৩ মে।