কানাডার টরেন্টোতে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (HRPB)’ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গতকাল বুধবার (১৪ মে) টরেন্টোর ফার্মেসি এভিনিউতে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে HRPB কানাডা শাখার উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ সামাদ, চিফ অ্যাডভাইজার আলিমুল হায়দারীসহ কানাডা প্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশি।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “প্রবাসীরা বহু কষ্টে অর্জিত অর্থ দেশে বিনিয়োগ করে সহায়-সম্পত্তি গড়ে তুললেও দেশে তাদের সম্পদ দখল, প্রতারণা ও মামলা-মোকদ্দমার জালে জড়িয়ে নিগৃহীত হতে হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহল বা আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রবাসীদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হয় এবং বিচার চাইতে গিয়ে তারা নানা হয়রানির শিকার হন। এমনকি মিথ্যা মামলায় তাদের দেশে ফেরা নিয়েও জটিলতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদের জন্য একটি স্বতন্ত্র “প্রবাসী ট্রাইব্যুনাল” গঠনের দাবি জানান মনজিল মোরসেদ।
তিনি বলেন, “আইনি দীর্ঘসূত্রিতা ও বিচার প্রক্রিয়ার জটিলতা প্রবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। এজন্য প্রয়োজন একটি নির্দিষ্ট আইনি কাঠামো, যা প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান করতে পারবে।”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে সরকারকে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনে বাধ্য করা যায়।”
এছাড়া তিনি কানাডার প্রবাসীদের HRPB-এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দাবির পক্ষে টরেন্টোতে এই ধরনের সংবর্ধনা সভা প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানান।