মিথ্যা যৌতুক মামলা করায় বাদীর জরিমানা
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা

চাঁদাবা‌জি ও হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে বিচারক‌কে শাসালেন বিএনপিপন্থী আইনজীবীরা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার কেরানীগঞ্জের আওয়ামী লীগ নেতা হানিফ মেম্বারের জামিন আবেদন নামঞ্জুর করায় বিচারককে প্রকাশ্যে শাসান বিএনপিপন্থী আইনজীবীরা। ফলে আদালতে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি এবং বিচারিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনাটি ঘটে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ-এর আদালতে।

আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মামলার শুনানিকালে জামিন আবেদন খারিজ করলে আসামিপক্ষের আইনজীবীরা বিচারকের ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেন।

আরও পড়ুনরিমান্ডে ঘুষ দাবি, পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং বর্তমানে ঢাকা জজকোর্ট শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম এবং কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিলনের নেতৃত্বে একদল আইনজীবী উচ্চস্বরে প্রতিবাদ জানিয়ে বিচারকার্য বিঘ্নিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারক তার রায়ে অটল থাকলে ক্ষুব্ধ আইনজীবীরা বিচারকের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন এবং এক পর্যায়ে তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ত্যাগে বাধ্য হন।

এ ঘটনার পর আদালতের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত থাকে। বিষয়টি নিয়ে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।