বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় তৃতীয় পরীক্ষকের নিরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পুনর্মূল্যায়নে (রিভিউ) উত্তীর্ণদের জন্য ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
আজ বুধবার (২১ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসেন শিকদার সইকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির ভাষ্য মতে, উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী বুধবার, ২৮ মে ২০২৫ এবং বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, প্রতিদিন বিকাল ৪:৩০ মিনিটে বার কাউন্সিল ভবনে (শাহবাগ, ঢাকা) নির্ধারিত বোর্ডের সামনে উপস্থিত থাকতে হবে।
মোট সাতটি বোর্ডে বিভক্ত হয়ে এই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদেরকে আদালতের নির্ধারিত পোশাক (কালো কোট, কালো টাই ইত্যাদি, প্রযোজ্য অনুযায়ী) পরে আসার জন্য বলা হয়েছে। একইসাথে বার কাউন্সিল সনদ, একাডেমিক সনদপত্র, মার্কশীট এবং এডমিট কার্ডের মূল কপি সঙ্গে আনতে হবে।
এই ভাইভা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হবে।