ইবিতে আইন গবেষক সিরাজ প্রামাণিক এর পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

ইবিতে আইন গবেষক সিরাজ প্রামাণিক এর পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে গবেষক ও আইনগ্রন্থ প্রণেতা সিরাজ প্রামাণিক এর ২য় পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে আইন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও আইনবিশেষজ্ঞ প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডলের তত্ত্বাবধানে ‌‌‘An Overview of the press and media Laws of Bangladesh ’ শীর্ষক পিএইচ. ডি প্রোগ্রামের প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক সিরাজ প্রামাণিক। তিনি ‘Right to Freedom of Press in Bangladesh: A Legal Study’ বিষয়ে গবেষণা করছেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর তৌহিদুল আনাম এবং ডিন-আইন অনুষদ,ইসলামী বিশ্ববিদ্যালয়। সেমিনারে আলোচক ছিলেন ইবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খান ও অধ্যাপক ড. রেহেনা পারভীন।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা খাতুন।
এছাড়া আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. সাজ্জাদুর রহমান টিটু, ড. আরমিন খাতুন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জলিল পাঠান,প্রফেসর ডক্টর দেবাশীষ,লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম, প্রফেসর ডক্টর লুৎফর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন এবং শিক্ষক ড.আমজাদ হোসেন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মেহেদী হাসান, শাহেদা আক্তার, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও প্রফেসর ডক্টর মো. রেজাউল করিম, প্রফেরর ডক্টর ইয়াসমীন আরা সাথী, অর্থনীতি বিভাগের সকারী অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ড. শাহেদ আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পিন্টু লাল দত্ত এবং আমূল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পিএইচ.ডি গবেষক সিরাজ প্রামাণিক পূর্বেই এম. ফিল ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Right to life and personal liberty in Bangladesh with special reference to extra-judicial killing’ এ গবেষণা গ্রন্থটি গ্রন্থাকারে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তিনি লিখেছেন ৫০টিরও বেশী আইনবিষয়ক গ্রন্থ। পাঠকনন্দিত হয়েছে বইগুলি।
নিয়মিত আইনী কলাম লিখে চলেছেন দেশেন শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে। আইনবিষয়ক কলাম লেখায় ২০১১ সালে দৈনিক বাংলাদেশ বার্তা পদক, শিশু অধিকার নিয়ে কলাম লেখায় ২০১৫ সালে ‘জাতীয় শিশু পদক’ ও মানবাধিকার নিয়ে কলাম লেখায় ২০১৬ সালে পান ‘এজাহিকাফ পারফরমেন্স এ্যাওয়ার্ড’।