লিগ্যাল এইডের মাধ্যমে মামলায় বিরোধে ক্ষতিগ্রস্থ পক্ষের জন্য প্রায় ১৫৪ কোটি টাকা আদায়
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লোগো

এক আপোষে নিষ্পত্তি হলো দুইটি ফৌজদারি মামলা ও একটি দেওয়ানী বিরোধ

বরগুনার আমতলী উপজেলায় দীর্ঘদিনের জমি নিয়ে দ্বন্দ্ব অবশেষে শান্তির পথ ধরল। উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির সক্রিয় উদ্যোগে দুই পক্ষের মধ্যে চলমান ভূমি বিরোধসহ এ বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া দুইটি ফৌজদারি মামলার আপোষ মীমাংসা সম্পন্ন হয়েছে।

সম্প্রতি আমতলী উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান নিজ দায়িত্বে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া পরিচালনা করেন। তাঁর মধ্যস্থতায় রাশিদুল ইসলাম (সাদ্দাম) এবং মুজাম্মেল গ্রুপের মধ্যকার বছরের পর বছর চলা উত্তেজনার অবসান ঘটে।

কালিপুরা গ্রামের রাশিদুল ইসলাম তাঁর বাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা নিষ্পত্তির জন্য উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটির কাছে আবেদন করেন। জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে এবং এরই ধারাবাহিকতায় দায়ের হয় দুইটি ফৌজদারি মামলা। পরিস্থিতি থমকে থাকা এই সময়ে লিগ্যাল এইড কমিটির আহ্বানে উভয় পক্ষ আলোচনায় বসে।

ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ সন্তুষ্টচিত্তে আপোষের সব শর্ত মেনে নেন। ফলস্বরূপ শুধু ভূমি বিরোধেরই সমাপ্তি হয়নি, একইসাথে চলমান দুইটি ফৌজদারি মামলাও নিষ্পত্তির পথে এগিয়ে যায়।

এতে স্থানীয়ভাবে উত্তেজনা ও দ্বন্দ্ব প্রশমিত হয় এবং সামাজিক শান্তি ফিরিয়ে আনতে লিগ্যাল এইড কমিটির এই ভূমিকা জনমনে প্রশংসা কুড়িয়েছে।