চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুর
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চাঁদপুর

চাঁদপুরের নবাগত চীফ  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান

চাঁদপুরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নিলেন মুজাহিদুর রহমান। তিনি জেলার ১২তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেন। এর আগে তিনি ঢাকা অর্থ ঋণ আদালতে (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা–০৩ থেকে গত ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তাঁকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়।

২০১০ সালে খাগড়াছড়িতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের মাধ্যমে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মজীবন শুরু করেন।

রোববার (৩০ নভেম্বর) সকালে তিনি চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের কাছে যোগদানপত্র জমা দেন। পরে বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির নেতৃত্ব এবং আদালতের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দীন স্বপন জানান, যোগদানের পর বিকেলে মুজাহিদুর রহমান আদালতের বিভিন্ন এজলাস, খাসকামরা ও প্রাঙ্গণ পরিদর্শন করেন। বিচারপ্রার্থীদের হয়রানি কমানো এবং বিচারিক সেবা আরো সহজলভ্য করতে তিনি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।