বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, অর্থাৎ ১৮শ বিজেএস এর লিখিত পরীক্ষা আগামী ২০২৬ খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষভাগে অনুষ্ঠিত হতে পারে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ আশিকুল খবির বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে পরীক্ষা কেন্দ্রের নাম এবং বিস্তারিত সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd এবং বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।
এছাড়া কেন্দ্রভিত্তিক আসনবিন্যাসও কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদানের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষার লিখিত অংশকে সামনে রেখে পরীক্ষার্থীরা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

