কালরাত স্মরণে ১ মিনিট নেভানো ছিল সব বাতি

রবিবার (২৫ মার্চ) রাত নয়টা। রাজারবাগ এলাকা। বন্ধ হয়ে গেলো সব আলো। এরপর অপেক্ষা। ঠিক নয়টা এক মিনিটে আবার জ্বলে উঠলো আলো। এভাবে সারা শহরের বাসাবাড়িতে আলো বন্ধ করে পালন করা হয় ২৫ মার্চের ‘কালরাত’। মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ে আহ্বনে সাড়া দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশেরই আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারেও একমিনিট আলো নিভিয়ে ২৫ মার্চের ভয়াল কালরাতকে স্মরণ করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ ‘কালরাতে’ পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাঙালির ওপর। নিরস্ত্র মানুষকে হত্যা করে নির্বিচারে। থামিয়ে দেওয়ার চেষ্টা করে স্বাধীকার আদায়ের আন্দোলন। কিন্তু বাঙালি জেগে উঠেছিল। সেই হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।

সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজ রাত নয়টায় বিদ্যুতের আলো নেভানো হলো রাত ৯টা থেকে ৯টা ১মিনিট পর্যন্ত একমিনিটের জন্য সব ঘরের আলো নিভিয়ে দিয়ে এই রাত স্মরণ করার ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ওই সময় বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। এছাড়া জরুরি সেবা প্রতিষ্ঠান ও কেপিআই এই আয়োজনের বাইরে ছিল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞকে স্মরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কালরাতের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের আহ্বান জানায়। একইসঙ্গে বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে আলো নিভিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উদ্বুদ্ধ করছে মন্ত্রণালয়।