সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. মোজাম্মেল হক (এম এম হক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

রাজধানীর বারডেম হাসপাতালে গতকাল বুধবার (১৭ অক্টোবর) ভোর চারটায় তিনি ইন্তেকাল করেন। এ দিন বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভিাপতি ও সম্পাদকসহ সিনিয়র জুনিয়র আইনজীবীরা জানাজায় শরীক হন।

প্রবাসে থাকা সন্তানরা দেশে ফিরে আসার পর আগামীকাল শুক্রবার (১৯ অক্টোবর) বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

বিচারপতি মোজাম্মেল হক ১৯৩৫ সালের ১ ডিসেম্বর সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণসারা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৬২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৮৮ সালের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান এবং ২০০০ সাল পর্যন্ত বিচারপতি ছিলেন। ২০০০-০৭ পর্যন্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১-০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট মনোনীত (বিএনপির) সিরাজগঞ্জ জেলার বেলকুচির আসনের সংসদ সদস্য ছিলেন।