মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হতে হবে: প্রধান বিচারপতি

জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মামলার সংখ্যা বাড়ছে। তবে সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি এর জন্য অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকটকে দায়ী করেছেন। এ অবস্থায় মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের কর্মঘণ্টা পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলার বার বার শুনানির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বার ও বেঞ্চ সহযোগিতামূলকভাবে এগিয়ে না এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সংসদ ও বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হাশেম খান। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।