ফেনী বিশ্ববিদ্যালয়ে 'মুটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি' শীর্ষক কর্মশালা শনিবার

ফেনী বিশ্ববিদ্যালয়ে ‘মুটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি’ শীর্ষক কর্মশালা শনিবার

‘মুটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। আগামী শনিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোঃ সাইফুদ্দিন শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী।

এছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তাইবুল হক, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পরামর্শক অধ্যাপক এবিএম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এস. এম. আবুল খায়ের এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক অনলাইন পত্রিকা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের সম্পাদক ড. বদরুল হাসান কচি।

কর্মশালার প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাইদ আহসান খালিদ।

– সংবাদ বিজ্ঞপ্তি