ট্রাম্পের কড়া সমালোচনা করলেন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্প একজন জেলা বিচারককে ‘ওবামার বিচারক’ আখ্যায়িত করায় ক্ষুব্ধ হয়ে এ সমালোচনা করেন জন রবার্টস। যুক্তরাষ্ট্রে প্রধান বিচারপতি কর্তৃক প্রেসিডেন্টের সমালোচনা খুবই দুষ্প্রাপ্য ঘটনা।

গত মঙ্গলবার মার্কিন জেলা বিচারক জন টিগার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে রুল জারি করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আশ্রয় লাভের অধিকার আছে।’

এর প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘আমি গুরুতর অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ আপনি (বিচারক) যদি আমাদের একজন হয়ে থাকেন আপনি জয় পাবেন না। আপনার রুলিং একটি কলঙ্ক।’

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি একজন ওবামার বিচারক। আমি আপনাদের বলতে চাই, এ রকম আর ঘটবে না।’

ট্রাম্পের এই বিদ্রুপের কড়া সমালোচনা করে একটি বিবৃতি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘আমাদের বিচার ব্যবস্থায় কোনো ওবামার বিচারক বা ট্রাম্পের বিচারক, বুশের বিচারক কিংবা ক্লিনটনের বিচারক বলতে কিছু নেই। আমাদের রয়েছে এক দল অসাধারণ নিবেদিতপ্রাণ বিচারক, যারা সমানাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন। স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের রয়েছে এবং এজন্য আমরা কৃতজ্ঞ।’

তবে ট্রাম্প এরপরও নিজের মন্তব্যে দৃঢ়তা ব্যক্ত করে বলেন, ‘প্রধান বিচারপতি ভুল।’ সূত্র : বিবিসি