শিক্ষানবিশ আইনজীবী সামিয়া কুদ্দুসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন

শিক্ষানবিশ আইনজীবী সামিয়া কুদ্দুসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন

চট্টগ্রাম আদালতের শিক্ষানবীশ আইনজীবী সামিয়া কুদ্দুস এর উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী, ভূমিদস্যু, চাদাঁবাজ দুলাল-পারভেজ গংদের শাস্তি ও বিচারের আওতায় আনার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার সামিয়া কুদ্দুস ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং চিটাগং লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস সোসাইটির সদস্য।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চিটাগং লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস সোসাইটি (সি.এল.এল.এস.এস) এর সার্বিক সহযোগিতায় ইউআইটিএস ল’ এ্যালমনাই এসোসিয়েশন এর আয়োজনে গতকাল সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে উলার সদস্য সচিব অ্যাড. মাহবুবুল আলম মাহির সভাপতিত্বে, অ্যাড. ইমরান আহমেদ রাজ এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগং লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. পলটন দাশ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি অ্যাড. চন্দন দাশ, অ্যাড. বদরুল আনোয়ার, অ্যাড. আইয়ুব খান, অ্যাড. কাশেম চৌধুরী, অ্যাড. তৌহিদুল মুনির চৌধুরী টিপু, অ্যাড. মুহাম্মদ কবির হোসাইন, অ্যাড. টি আর খান তাহিম, অ্যাড. মো. ফজলুল বারী, অ্যাড. তাজ উদ্দিন, অ্যাড. মো. রাশেদুল আলম (রাশেদ), অ্যাড. এস. এম. অহিদুল্লাহ, অ্যাড. রুবেল পাল, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. মো. হাবিব উল্লাহ (রুমি), মোহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরী, মো. নাছির উদ্দীন রুবেল, অ্যাড. শাহেদ উল আলম সাইমন, অ্যাড. দীর্ঘতম বড়ুয়া দীঘু, অ্যাড. এস এম রেফায়েত উল্লাহ্ (ডালিম), অ্যাড. রাশেদ পারভেজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. শহিদুর রহমান সিকদার, সৈয়দ নাজমুল আহসান, জয়ন্ত তালুকদার, সাইফুল আলম সানজীদ, অ্যাড. বায়োজিদ, অ্যাড. বিপ্লব আচার্য্য, অ্যাড. বিজয় কৃষ্ণ ঘোষ, মোরশেদ, অ্যাড. ফরহাদ, অ্যাড. তারিকুল ইসলাম অনিক, সাইফুল, অ্যাড. সাব্বির আহমেদ শাকিল, অ্যাড.সৈয়দ মোতাহের হোসেন রাসিফ, আব্বাস, আবু জাহিদ, ফারজানা, ইয়াসিন, আফসার, মং, মোহাম্মদ উল্লাহ, উজ্জ্বল ফারজানা, মুনিরা, জাবেদ, রাসেল, ওমর ফারুক সায়েম, নাজিম উদ্দিন, সাথী, মারজাহান, পাপিয়া সহ প্রমুখ।

বক্তারা সামিয়া কুদ্দুস এর উপর এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, অবিলম্বে সকল আসামীকে গ্রেফতারপূর্বক আইনী লড়াইয়ের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন যে, যে আইনজীবীরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করেন, যে আইনজীবীরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেন, সে আইনজীবীরাই একের পর এক ন্যাক্কার জনক হামলার শিকার হচ্ছেন। উক্ত মানব বন্ধন থেকে অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন অথবা আইনজীবীরা বা শিক্ষানবীশ আইনজীবীরা যদি কখনো হামলার শিকার হয় তার জন্য আলাদাভাবে আইনী সহায়তা সেল গঠন করার জোর দাবি জানান।