পাকিস্তানের প্রথম হিন্দু নারী বিচারক সুমন কুমারী

পাকিস্তানের প্রথম হিন্দু নারী বিচারক নিযুক্ত হলেন সুমন কুমারী। শাদাদকোট জেলার বাসিন্দা সুমন কুমারী ওই জেলারই জজ হিসেবে দায়িত্ব নিলেন।

পাকিস্তানের হায়দরাবাদ থেকে এলএলবি পাশের পর করাচি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন সুমন। বর্তমানে বিচারক সুমন কুমারী লতা মঙ্গেশকর ও আতিফ আসলামের গানের ভক্ত।

তার বাবার মতে, গরিবদের জন্য লড়াই করতে চান মেয়ে। সুমনের বাবা পবন কুমার বদান একজন চোখের চিকিৎসক। তার তিন মেয়ের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ার ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।

উল্লেখ্য, পাকিস্তানের মোট জনসংখ্যার ২ শতাংশ হিন্দু।