স্ত্রী উদ্ধারে স্বামীর রিট খারিজ
সুপ্রিম কোর্ট, বাংলাদেশ

রমজান মাসের জন্য আপীল বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ

আসন্ন পবিত্র রমজান মাসের জন্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র রমজান মাসে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত আপীল বিভাগের অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে আপীল বিভাগের কোর্টের সময়সূচী অপরিবর্তিত থাকবে।