রিভিউ খারিজ, ফালুর মামলা বাতিলের রায় বহাল
দুদক লোগো এবং বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু

বন বিভাগের জমি আত্মসাৎ : ফালুসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বন বিভাগের জমি আত্মসাতের মামলায় মোসাদ্দেক আলী ফালু ও ময়মনসিংহের ভালুকার সাব রেজিস্ট্রার ফজলার রহমানসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৬ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয়।

শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

চার্জশিটে অন্য যাদের আসামি করা হচ্ছে, তারা হলেন জুবেদা খাতুন, মাজেদা বেগম, মো. খোকা মিয়া, মো. আকরাম হোসেন জুয়েল ও মো. রুহুল আমিন।

অনুমোদিত চার্জশিটে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারসহ বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভালুকার পাঁলগাও মৌজার এস.এ ১২৮৯ দাগের বনবিভাগের গেজেটভুক্ত ১২৭ শতাংশ সম্পত্তি রেজিস্ট্রি করেন। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।