মিরপুরের বেনারসি কারিগর আরমান

ভুল আসামি আরমানের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন নয় : হাইকোর্ট

মাদকের মামলায় ভুল আসামি হয়ে তিন বছর পাঁচ মাস ধরে কারাগারে থাকা মিরপুরের বেনারসি কারিগর আরমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, আরমানকে কেন মুক্তি দেয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি আরমানের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

আরমানের মা মোসাম্মৎ বানুর করা রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, কাশিমপুর কারাগারের সুপার, আইজিপি, পল্লবি থানার ওসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্লব