চালু হচ্ছে ‘কলার লোকেশন ট্র্যাকার’ : জরুরি সেবা পেতে বলতে হবে না নাম-ঠিকানা-অবস্থান
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯

৯৯৯ নম্বরে ফোন: শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে আটক করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। জাতীয় জরুরি সেবার অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ এই তথ্য জানান।

জাতীয় জরুরি সেবার কর্মকর্কারা জানান, গত সোমবার (৩ মার্চ) রাত পৌনে ১২টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দীঘলকান্দি থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, বুদ্ধি প্রতিবন্ধী আট বছর বয়সী কন্যাশিশুকে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। ততক্ষণে ধর্ষণ চেষ্টাকারী পালিয়ে যায়।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেওয়া হয়। পরে গোবিন্দগঞ্জ থানার এস আই সাজু হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে যান। পরে শিশুটির বর্ণনা অনুযায়ী একই গ্রামের শরিফুলকে (৩০) আটক করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।