অবশিষ্ট ৮ জেলার অধস্তন আদালতে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপনের নির্দেশ
আইন মন্ত্রণালয়

পিরোজপুরের সেই বিচারককে কুড়িগ্রামে বদলি

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) এ কে এম এ আউয়ালের জামিন না দেওয়ার ঘটনায় আইন মন্ত্রণালয়ে সংযুক্ত পিরোজপুরের জেলা ও দায়রা মো. আব্দুল মান্নানকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

আইন মন্ত্রণালয়  মঙ্গলবার (১০ মার্চ) এক আদেশে তাকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করে আদেশ জারি করে।

আর কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রবিউল আলমকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) হিসাবে পদায়ন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেন তাদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

এর আগে গত ৩ মার্চ পিরোজপুরের সাংসদ এ কে এম আউয়াল দম্পতির জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করে (তাৎক্ষণিক প্রত্যাহার) আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব দেয়া হয়।