উচ্চ আদালত
উচ্চ আদালত

সাংবাদিক আরিফকে সাজা দেয়ার প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়ার বৈধতা প্রশ্নে দায়ের করা রিটের শুনানি নিয়ে আজ সোমবার (২৩ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

পাশাপাশি রুল শুনানি পর্যন্ত ওই সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতও করেছেন আদালত। এছাড়াও এ বিষয়ে থানায় দাখিল করা আরিফুল ইসলামের অভিযোগটি এজাহার হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে সাংবাদিক আরিফের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

আরও পড়ুন: সাংবাদিক আরিফের মৃত বাবাকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত!

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।