ড. মোমতাজ উদ্দিন মেহেদী

‘অনলাইন ভিত্তিক সীমিতভাবে আদালত কার্যক্রম আবেদনের তীব্র বিরোধিতা করছি’

দেশে করোনা পরিস্থিতির কারনে সুপ্রিম কোর্টেও সাধারন ছুটি বড়ানো হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত । অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ ছুটি আরও বাড়তে পারে। এর ফলে একটি বিরুপ প্রভাব সাধারন বিচারপ্রার্থী এবং আইনজীবীদের উপর পড়ছে। এই নিয়ে আইনজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ পরামর্শ দিচ্ছেন এমন পরিস্থিতিতে আদালত চলতে পারে অনলাইনে।

ইতোমধ্যে অনলাইনে সুপ্রিম কোর্টসহ অন্যান্য আদালতের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। অনেক আইনজীবী ফেইসবুক লাইভে এসে গ্রুফ আলোচনা করতেও দেখা গেছে। অনেক আইনজীবী দাবীর পক্ষে আইন বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম এ লিখেছেন। তার প্রেক্ষিতে কেউ কেউ দাবীর বিপক্ষে যুক্তি তুলে ধরে বিরোধিতাও করছেন। ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম এর দৃষ্টি আকর্ষণ করা তেমন একটি মন্তব্য তুলে ধরছি-

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাবেক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডঃ মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী তার ফেসবুক আইডিতে দাবীর বিপরীত অবস্থান থেকে লিখেন, ‘অনলাইন ভিত্তিক সীমিত আদালত কার্যক্রম এর আবেদনের তীব্র বিরোধীতা করছি। সুপ্রিমকোর্ট সর্বস্তরের আইনজীবীদের পদভারে আবার মুখরিত হবে ইনশাআল্লাহ। গুটি কয়েক এলিট আইনজীবী ও এলিট বিচারপ্রার্থীর জন্য হাইকোর্ট, সুপ্রিমকোর্ট নয়। এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিকে সর্বস্তরের আইনজীবীদের সুরক্ষা ও পেশার কল্যাণের জন্য ভুমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’