অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির

পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগের বিষয়ে তিনি জানান, ‘একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি। এর বাইরে কিছু হয়নি।’

প্রসঙ্গত, মো. মোমতাজ উদ্দিন ফকির আওয়ামী লীগের টানা তিন বারের ক্ষমতায় থাকার প্রথম মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৪ মেয়াদের সময় নিয়োগ পেয়েছিলেন। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পর তিনি দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দায়িত্বপালন করে আসা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।