সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সার্ভার জটিলতা, প্রিন্টেড কজ লিস্ট ব্যবহারের অনুরোধ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সার্ভার জটিলতা, প্রিন্টেড কজ লিস্ট ব্যবহারের অনুরোধ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সার্ভার জটিলতার কারণে প্রবেশ করা যাচ্ছে না। এমতাবস্থায় আদালতের দৈনন্দিন কার্যতালিকার জন্য আইনজীবীদেরকে কাগজে ছাপা কার্যতালিকা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুপ্রীম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) এর সার্ভার জটিলতার কারনে এটিতে প্রবেশ করতে সাময়িক অসুবিধা হচ্ছে। দ্রুততার সাথে সার্ভার মেরামতের কাজ চলছে।

সাইফুর রহমান বলেন, সার্ভার সমস্যা সমাধান হলেই অবিলম্বে ওয়েবসাইট ভিত্তিক সুপ্রিম কোর্টের সকল সুযোগ সুবিধা পুনরায় চালু হবে।

এদিকে গতকাল থেকেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ফলে অনলাইনে আদালতের কজলিস্ট পেতে আইনজীবীদের সমস্যা হচ্ছে।

সাময়িক এ অসুবিধায় কজ লিস্টের জন্য আইনজীবীদেরকে প্রিন্টেড লিস্ট (কাগজে ছাপা কার্যতালিকা) ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।