পবিপ্রবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আইন অনুষদের দাপুটে জয়

পবিপ্রবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আইন ও ভূমি প্রশাসন অনুষদের দাপুটে জয়

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ আসরের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদ।

আসরের ৫ম খেলা হিসেবে ব্যবসায় প্রশাসন এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় ব্যবসায় প্রশাসন অনুষদের বিপক্ষে আইন ও ভূমি প্রশাসন অনুষদ ১-০ গোলে দাপুটে জয় তুলে নেয়। ম্যাচের একমাত্র গোল স্কোরার হলেন শিমুল। এছাড়াও আইন ও ভূমি প্রশাসন অনুষদের গোলরক্ষক আবির সরকার বিপক্ষ দলের দুর্দান্ত ২টি গোল রক্ষা করে দাপুটে জয় পেতে সহায়তা করেন।

আইন ও ভূমি প্রশাসন অনুষদ দাপুটে জয় তুলে নেয়ায় উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ
আব্দুর রহিম দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

খেলাটি চলার সময় অসংখ্য দর্শকসহ জয়ী অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত থেকে দলটিকে সাপোর্ট দেন শিক্ষক-শিক্ষার্থীরা।