সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ডেপুটি ও সহকারী রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে নিয়োগ দেয়া হয়েছে আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিবও।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
আদেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ইচ্ছা অনুযায়ী প্রেষণে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালাম এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন নীলফামারীর সিনিয়র সহকারী জজ মো. মিজানুর রহমান।
আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব (সিনিয়র সহকারী জজ) হয়েছেন মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জীবরুল হাসান।
উল্লেখ্য, পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল হয়। ওই সময়ে এসব পদের কর্মকর্তাদের বদলি করা হয়।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম