ইসরায়েলি আদালত বর্জনের ঘোষণা ফিলিস্তিনি বন্দিদের

আগামী বছর দখলদার ইসরায়েলি প্রশাসনের হাতে বন্দি প্রায় ৫০০ ফিলিস্তিনি কয়েদির বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে এ বিচার সংক্রান্ত ইসরায়েলি আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি বন্দিরা।

বুধবার ফিলিস্তিনি বন্দিদের সংগঠন ‘প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি’র এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এই সংগঠনটি ফিলিস্তিনি মুক্তি সংস্থার পিএলওর বন্দিদের একটি সংগঠন।

বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলের নির্বাহী আদেশে বন্দি কয়েদিরা ২০১৮ সালে ইসরায়েলি আদালতে শুরু হতে যাওয়া বিচার কার্যক্রমে অংশ নেবে না। এই সিদ্ধান্ত কারাগারে আটক ৫০০ ফিলিস্তিনি বন্দির ক্ষেত্রে আগামী ১০ দিনের মধ্যে প্রযোজ্য হবে এবং তাদের আইনজীবীরা ইসরায়েলি আদালতে যাবে না।

বিবৃতিতে বন্দিদের এ সিদ্ধান্তকে ইসরায়েলে ঘাড়ের উপর তলোয়ার রাখার মতো নিষ্ঠুর ও অবৈধ আচরণের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বন্দিরা অভিযোগ করেছেন ইসরায়েলের আদালতগুলো মূলত দখলদার রাষ্ট্রটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাভাকের নির্দেশ প্রতিপালন করে থাকে।

উল্লেখ্য, ইসরায়েলের নির্বাহী আদেশে ফিলিস্তিনিদের ছয় থেকে এক বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখা হয়।

আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম