হাইকোর্ট এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর হাইকোর্ট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় হাইকোর্ট মাজারের মোড়ে এই সংঘর্ষের ঘটনায় আহত বা বিএনপির নেতাকর্মী আটকের খবর এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বকশিবাজারের অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের অনেকেই হাইকোর্ট মাজারের ভেতরে অবস্থান নেন। বিকাল সোয়া ৪টার দিকে গাড়িবহর মাজার মোড় অতিক্রম করার সময় তারা বেরিয়ে আসার চেষ্টা করে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত একযোগে বাধা ডিঙিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। ব্যারিকেড ভাঙতে গিয়েই পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ পরিস্থিতি ছিল প্রায় ১০ মিনিট ধরে।

ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্ট থেকে খালেদা জিয়া বের হওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। এ সময় তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটকের বিষয়টি এখনও বলা যাচ্ছে না।’

খালেদা জিয়ার গাড়িবহরে থাকা ছাত্রদলের একজন নেতা গণমাধ্যমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তারা মৎস্য ভবন অতিক্রম করছিলেন। তবে বিএনপি কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনও পক্ষই আহত বা আটকের তথ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) খালেদা জিয়া নিজের গাড়িবহর থামিয়ে হাইকোর্ট মাজারের ভেতরে থাকা বিএনপির নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম