ড. মোমতাজ উদ্দিন মেহেদী

ঢাকা উত্তরের মেয়র হতে চান আইনজীবী ড. মোমতাজ উদ্দিন মেহেদী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতে চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন মেহেদী। নিজের সততা প্রশ্নাতীত উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ইচ্ছা পোষণ করেন। উক্ত স্ট্যাটাসে নিজের রাজনৈতিক ও পেশাগত পরিচয় তুলে ধরে মেয়র পদে মনোনয়নের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন এই আইনজীবী।

গত ২৬ ডিসেম্বর তার এক ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী, লৌহমানবী শেখ হাসিনার নিকট সবিনয়ে মেয়র পদে মনোনয়নের জন্য আবেদন করবো। আমি দীর্ঘদিন অত্র নির্বাচনী এলাকায় বসবাস করি। আমি অত্র এলাকার ভোটার। আমার সততা প্রশ্নাতীত। আমার রাজনৈতিক ও পেশাগত অনেক পরিচয় আছে। তারমধ্যে উল্লেখযোগ্য–
* সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
* যুগ্ম-সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
* সদস্য (২ বার), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
* সাবেক সাধারন সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি।
* সাবেক সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।
* সাবেক সভাপতি, বাংলাদেশ আইন সমিতি।
* বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য ডেপুটি এটর্নী জেনারেল পদ-মর্যাদায় দায়ীত্ব পালন।
* এডভোকেট, হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ।
** রাজনৈতিক কারনে অসংখ্য বার আহত, গ্রেফতার ও ডিটেনশনে কারা নির্যাতিত।

পরিশেষে তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক