মোশাররফ হোসেন ভূঁইয়া

এনবিআরের নতুন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া

সরকারের সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সিনিয়র সচিবের মর্যাদায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (৩ জানুয়ারি) যোগদানের পর থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। যোগদানের পূর্বে তিনি অন্য কোনও পতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা পরিত্যাগের শর্ত রয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়োগ অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ড. মোশাররফ হোসেন ভূঁইয়া বর্তমানে অবসরে রয়েছেন।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম